অমল কৃষ্ণ পালিত, যশোর জেলা প্রতিনিধিঃ বসুন্দিয়ায় পানিতে ডুবে অত্তির ইসলাম নামে ২ বছরের শিশুর মৃত্যু। মঙ্গলবার (৫জুলাই) বিকাল অনুমানিক ৬টার দিকে গাইদগাছী দক্ষিনপাড়ার রেজাউল ইসলাম রেজা’র বাড়ীর পাশ্ববর্তী নিজ পুকুর থেকে শিশুপুত্র অত্তির ডুবন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায় শিশুটিকে ঘরে ঘুমিয়ে রেখে মা রান্না ঘরে রান্না করছিলেন। প্রয়োজনে ঘরে গিয়ে দেখেন ঘুমিয়ে রাখা শিশু অত্তি ঘরে নাই। এরপর উপস্থিত বাড়ির সবাই বাড়িসহ আশপাশে খজাখঁুজি শুরু করেন কিন্তু কোথাও তাকে খুজে পাওয়া যায়না। এক পর্যায়ে অত্তির দাদী খুজতে খুজতে পুকুরের পাকা ঘাটের অল্প একটু নামতেই ডুবন্ত অত্তি পায়ে বাধে। পুকুর থেকে তুলে দ্রুত বসুন্দিয়া মোড়ে ডাঃ মাসুম আলী’র কাছে নিয়ে গেলে বেশ কিছুক্ষন আগেই অত্তি মারা গেছে বলে তিনি নিশ্চত করেন। অত্তির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
…………………………….