আবুল কাশেম, নড়াইল জেলা প্রতিনিধিঃ-
নড়াইলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইনফরমেশান,এডুকেশান এন্ড কমিউনিকেশান প্লানের আওতায় জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবি,যুব সংগঠন,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদকদের অংশগ্রহনে উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৮ জুন এ উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বেগম সাহান আরা বানু এনডিসি(গ্রড-০১)।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বাল্য বিবাহ ও বিশ বছরের আগে সন্তান জন্মদান মাতৃ মৃত্যুর অন্যতম কারন।এ ছাড়া আরো অনেক কারন রয়েছে আমাদের মাতৃ মৃত্যুও হার হ্রাস করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবি,যুব সংগঠন,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সমন্বয় ও সহযোগিতায় বাল্য বিবাহ রোধ,মাতৃ মৃত্যুহার হ্রাস,নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরন,কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
এ ছাড়া আলোচনায় অংশগ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশসহ অনেকে।
উদ্বুদ্ধকরন কর্মশালায় প্রেজেন্টেশান উপস্থাপন করেন নড়াইল মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মান্নান মোল্যা।
উক্ত কর্মশালা নড়াইল পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক এ কে এম সেলিম ভূইয়া,খুলনা বিভাগের পরিচালক হাবিবুল হক,পরিচালক পরিকল্পনা শরিফুল হক,নড়াইল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মীর্জা মাহামুদ হোসেন রন্টুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ,পেশাজীবি,যুব সংগঠন,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এর পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বেগম সাহান আরা বানু এনডিসি(গ্রড-০১)নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে কৈশর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে মতবিনিময় করেন।
Leave a Reply