আবুল কাশেম, নড়াইল জেলা প্রতিনিধিঃ-
নড়াইল লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে নিজাম হত্যাকে কেন্দ্র করে মানব শূন্য গ্রাম সারা গ্রাম ঘুরে দেখা মিললো নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান গত ৩০/০৫/০২২কে বা কারা তেলকাড়া গ্রামের নিজাম শেখ(৫০) নামে এক ব্যক্তিকে খুন করে। তারপর থেকে গ্রামে শুরু হয় লুটপাট মারামারি তিনি আরো বলেন ২৬শে ডিসেম্বর ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমার্থক ছিলেন যারা তাদের সবাইকে নির্বাচনের দিন সকালে গ্রাম থেকে তাড়িয়ে দেয় সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর ও কোটাখোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাসান, পরবর্তীতে গ্রাম ছাড়া ব্যক্তিদের সয় সম্পত্তী মাঠে থাকা বোলাক ইরিধান সহ সকল ফসল আদি দখল করে নেয় কোটাখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নান্টু ও মৃত্যু নিজাম শেখ, এই দুজনে যৌথ ভাবে ভোগ দখল করতে থাকে এবং এসকল ফলস নিজাম ও নান্টু দুজনে ভাগ করে তাদের ঘরে তোলে এবং এই ফসল ভাগাভাগি নিয়ে দুজনের মধ্যে কোন্দল সৃষ্টি হয়। তিনি আরো বলেন একই গ্রাম তেলকাড়া হেমায়েতের ছেলে শাহ্ আলমের স্ত্রী জেসমিনের সাথে অনেক আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিলো মৃত্যু নিজাম শেখ সাথে , কিন্তু নান্টু মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হওয়ার পর ক্ষমতা বলে নান্টু ও জেসমিনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। মূলত নিজাম হত্যা কান্ডোর মূল ঘটনা এই দুজনের মাঝে এই দুই ইসু নিয়ে। জানাযায় নিজামের স্ত্রী ও প্রথমে শিকার করে এই দুজনের ভেতর থাকা ঝামেলার কথা, আর তাদের এসব জমির ফলস ভাগাভাগি ও জেসমিনের ঘটনাকে কেন্দ্র করে তার স্বামী নিয়ে নিজাম খুন হয়েছে। কিন্তু পরবর্তীতে সেটা পাল্টে রূপ নেয় বংশীয় কোন্দলের রেশ,আর সেখানে নান্টুর থেকে ১লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে চেয়ারম্যান খান জাহাঙ্গীর নান্টুর সাথে মিমাংসা করে ফাঁসিয়ে দেয় কিছু নিরীহ মানুষদের, এবং যাদের আসামি করা হয়েছে তাদের স্ত্রী সন্তানের উপর অমানুষিক নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবিষয়ে নড়াইল পুলিশ সুপারও অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় পিপিএম বার জানান আমরা এলাকায় ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি আসামীদের সনাক্ত আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
Leave a Reply