মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপায় মুশুরীকাঠী স্ললিজের একটু দক্ষিণে গিয়ে রাস্তার পাশে গোলখালী ইউনিয়নের ২নং
ওয়ার্ড সুহারী গ্রামের হুমায়ুন
সিকদারের কন্যা অষ্টম শ্রেণির
ছাএী মিম আক্তার (১৩) গত
রবিবার নিখোঁজ হয় ২৯/০৬/২২
রোজ বুধবার সকালে বাড়ির
পাশে কচুরিপানার মধ্যে লাশ
দেখতে পায় স্হানীয় জনগন।
সাথে সাথে গলাচিপা থানা ইনচার্জকে খবর দেয়।
তিন দিন পরে লাশ পাওয়া যায়।
তিন দিন আগে মেয়ের মা গলাচিপা থানায় মেয়ের নিখোঁজের ব্যাপারে সাধারন
ডায়েরি করেছিলেন সেখানে দু’জনের নাম উল্লেখ করা
এই মুহুর্তে কেউ এ ব্যাপারে মুখ
খুলছেন না।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে
মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে
যেমন মেয়েটির পায়জামা ছিরা
এবং পায়জামা উল্টো পরানো
গালে আঘাত, গলায় আঘাত, পায়ে আঘাত।
বর্তমানে লাশ পোস্ট মের্ডাম করতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply