মোঃ রবিউল ইসলাম রাকিব
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷ বুধবার (২৯ জুন) দুপুরে রামপাল উপজেলা চত্তরে উপজেলা আওয়ামী অঙ্গ সংগঠনের উদ্যোগে শতাধিক এতিম শিশুদের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয় ৷
এরপর দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্ট নিহত শহীদদের আত্নার মাগফেরাত এবং বর্তমান সরকারের সাফল্য কামনা করা হয়।
রামপাল উপজেলা যুব লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ সাধারন সম্পাদক শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ, রামপাল সদর ইউনিয়ন চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরদার বোরহানউদ্দিন, সাধারন সম্পাদক এ্যাড: চয়ন মন্ডল, মেহেদী হাসান রাজু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ৷