মোঃ রবিউল ইসলাম রাকিব
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে জিংক রাইস চাষিদের মাঝে বীজ ধান বিতরণ করা হয়েছে ৷ সোমবার বেলা ১২ টায় রামপাল ওয়ার্ল্ড ভিশনের নিজ কার্যালয়ে প্রান্তিক ৩ জন চাষীকে ৫ কেজি করে ১৫ কেজি জিংক রাইস বীজ ধান দেওয়া হয় । এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিশন এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার , মোঃ অহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে, সহ কৃষকবৃন্দ। উল্লেখ্য যে, গত জুন মাসের ১৫ তারিখে রামপালে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে জিংক রাইস চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছিল ৷ এ সময় প্রান্তিক ১০ জন চাষীকে নিয়ে জিংক রাইস চাষে নানা ধরনের সুবিধা ও গুরুত্বের উপর আলোচনা করা হয় । তাদের ভিতর থেকে ৩ জন কৃষককে এই বীজ ধান প্রদান করা হয়।