অপূর্ব কুমারঃ- রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গাজীপুরের কোনাবাড়ি থেকে রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রাশেদুল বাগেরহাট সদর উপজেলার কাশিমপুর গ্রামের শেখ আশরাফ আলীর ছেলে। ওই কলেজছাত্রীর অভিযোগ-এক বছর পূর্বে এমডি নাবিল খান পরিচয়ধারী ওই যুবকের সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে ওই বন্ধু তার আপত্তিকর ভিডিও ও কথাবার্তা রেকর্ড করে রাখে। পরে তার অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর ওই ফেসবুক বন্ধু তাকে নগ্ন স্ক্রিনশর্ট ও ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়। রাজি না হলে তার স্বামীর ফেসবুকে ওই ছবি ও ভিডিও পাঠানোর পাশাপাশি নগ্ন ছবি ব্যবহার করে তার নামে ভুয়া ফেসবুক আইডিও খোলে। তাই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।