মিঠুন দত্ত:
যশোরের অভয়নগরে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স’র একটি কক্ষের সামনের মেঝেতে ফেলে রাখা হয় ওই ছবি।
সরেজমিন, গত রবিবার(২৬ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স’র ৮নং রুমের সামনে টেবিলের উপর এলোমেলো বইয়ের স্তুপ, মেঝেতে অফিসিয়াল খাতা পত্র ফেলে রাখা হয়েছে ,আর পাশে প্রধানমন্ত্রীর ছবি পড়ে রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এ ভাবে ফেলে রাখা হয়েছে কেন ? জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডা: ওহিদুজ্জামান বলেন, আমি অফিসের কাজে ঢাকা এসেছি এবিষয়ে কিছু জানি না।’
পরে আবাসিক মেডিকেল আফিসার ডাক্তার মাহমুদুর রহমান রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ছবি অবমানা করা গুরুতর অপরাধ।
এর সাথে যে বা যারা জড়িত আছে তাদের শাস্তি হওয়া উচিৎ। আমি এবিষয়ে জানি না তবে ;স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রধান অফিস সহকারি শাহিনুজ্জামান বলতে পারে।
পরে এবিষয়ে মো: শাহিনুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন ‘ছবি টি স্বাস্থ্য কর্মকর্তার রুমে ঝুলানো ছিলো ওই রুমের রংয়ের কাজ করা হচ্ছে তাই ছবি হয়তো নামিয়ে রাখা হতে পারে। তিনি আরো বলেন, আমি আ.লীগ পরিবারের সন্তান আমি এধরণের কাজ কখন করতে পারি না ।