মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সিভিএ কোর টিমের উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়।২৬ জুন রবিবার রহিমানপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
রহিমানপুর সিডিএ কোর টিমের আয়োজনে ও ওয়াল্ড ভিশন ঠাকুরগাঁও এপির সহযোগিতায় সভায় ইউপি চেয়াম্যান আব্দুল হান্নান হান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ইউনিয়ন সমাজ সেবা কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমূখ।
এ সময় ইউপি সদস্য ও সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সিভিএ ওয়ার্কিং কমিটির সদস্য শাপলা আকতার। সভায় বয়স্ক ভাতা, ভিজিডি, কাবিখা, প্রতিবন্ধিদের জন্য ভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা, দারিদ্র মায়েদের জন্য মাতৃকালীন ভাতা প্রদান বিষয়ক কর্ম-পরিকল্পনা প্রনয়ন করা হয়।