মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও নলডাঙ্গা থানা পুলিশের আয়োজনে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) বেলা ১২ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর হতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উদোগে বর্ণাঢ্য আনন্দ র্যালী নিয়ে শহরে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার, অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ,সহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।