মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নানা আয়োজনে নাটোরে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন , এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামলীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি,নাটোর জেলা আওয়ামলীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সাজেদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড মালেক শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন, কৃষক লীগ সভাপতি কামাল উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক জুয়েল ইমাম সহ আওয়ামলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সেখান থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। সেখানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply