মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ০৯ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা করে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু’র সঞ্চলনালায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর ইসলাম হাদু, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ সহ দলীয় নেতাকর্মী।