অমল কৃষ্ণ পালিত: (যশোর)
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার পদ্মবিলায় যশোর-খুলনা মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত পুরুষের (৪০) লাশ উদ্ধারের পর পরিচয় সনাক্ত করেছেন পুলিশ প্রশাসন। ২১/০৬/২০২২ মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়, তাৎক্ষণিক কোতয়ালী মডেল থানা সহ স্থানীয় পুলিশ ক্যাম্পের প্রশাসনিক কর্মকর্তা গন এসে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায়, কিছুক্ষণ পর যশোর ডিবি ও পিবিআই এর একটি টিম ঘটনাস্থলে এসে পরিদর্শন এরপর সকাল পৌনে ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
এ ঘটনার পর যশোর পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। এ বিষয়ে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, লাশ শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে পিবিআই একটি টিম ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে সনাক্ত করতে সক্ষম হয়েছে। মৃতের নাম রেজাউল করিম, পিতা: ইউনুছ বয়াতি,সাং টরকীর চর,থানা: গৌরনদী, জেলা বরিশাল। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের কারণ জানা যায়নি।
Leave a Reply