আবুল কাশেম, নড়াইল।
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুন ) বিকাল ৪ টায় শেখহাটি পুলিশ ক্যাম্পে পুলিশের ১১নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিট অফিসার এসআই খায়রুল আলম এবং এএসআই রাজ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন শেখহাটি ক্যাম্প ইনচার্জ এস আই খায়রুল আলম।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এস আই খায়রুল আলম বলেন, চলমান সাম্প্রতিক ভারতের ইসু নিয়ে আমার শেখহাটি ইউনিয়নে কোনো প্রকার সংহিতা বা সাম্প্রদায়িক সম্প্রীতিকর ঘটনা ঘটানো চেষ্টা করলে আমরা কঠোর ভাবে পদক্ষেপ নিবো। ইউনিয়নের শান্তি বজায় রাখার আহ্বান ও জানান, তিনি আরো বলেন।
সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ায় আশপাশের বেশ কয়েকটি জেলা এবং উপজেলার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতাযাত করে। আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি শেখহাটি বাসীর পাশ্ববর্তী বা প্রতিবেশী এলাকায় আপনাদের যেকোন সমস্যায় আমাদের শেখহাটি পুলিশ ক্যাম্পের দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। আপনাদের ক্যাম্পে আপনারা যেমন সরাসরি গিয়ে সেবা নেন। তেমনি ভাবে আমাদের ক্যাম্পেও সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে এস আই খায়রুল আলম বলেন, ছোট্ট একটি ক্যাম্প শেখহাটি। ভৌগলিক ভাবে শেখহাটি চারপাশে বেশ কয়েকটি জেলার অবস্থান। খুলনা যশোর এবং মাগুরা জেলার বেশ কয়েকটি উপজেলায় যাতাযাতের কেন্দ্রবিন্দু শেখহাটি । সব মিলিয়ে মাদক কারবারী, সন্ত্রাসী তথা অপরাধীদের টার্গেট শেখহাটি ইউনিয়নের পথে যে কারণে ছোট্ট ক্যাম্প হওয়া সত্বেও এই এলাকায় অপরাধ সংগঠিত বেশি হয়।
তিনি আরো বলেন, আমি এখানে দায়িত্বে আসে এই এলাকায় ব্যাপক পরিবর্তন করেছি। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দারগোড়ায়। নিরাপদ শেখহাটি ইউনিয়ন গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছি। আপনারা আসুন এবং সেবা নিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোরহান উদ্দিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুদ্দুস আলী ফকির ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।
Leave a Reply