ডেস্কঃ
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিনিধি সভা ১৭ জুন সকাল ১০ঃ০০ ঘটিকায় বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন ভবনের ২য় তলায় ১নং হলে উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি। প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সম্মানিত সম্মাদক আব্দুল নুর দুলাল, সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক । কর্মশালায় বিভিন্ন জেলা, মহানগর ও প্রবাস কমিটির প্রতিনিধিরা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা এবং প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান। অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে জনগনের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।