মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বেসরকারী টেলিভিশন গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিক ও কলাকুশলীদের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়।১৮জুন শনিবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু, সদস্য গোলাম সারোয়ার সম্রাট, রেজওয়ানুল হক রিজু, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান মিঠু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে অবিলম্বে বিচারের জোর দাবি জানান।
Leave a Reply