মোঃ রবিউল ইসলাম রাকিব বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বৃহস্পতিবার দিবাগত রাতে রামপাল থানা পুলিশের অভিযান চালিয়ে তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করে ৷
রামপাল থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নিয়মিত মামলায় ৫ জনকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় ৷ অন্যদিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চুরি করা মালামাল নিয়ে যাবার সময় গৌরম্ভা ইউনিয়নের চিত্রা খামঘাটা মোড় থেকে তিনজনকে আটক করা হয়েছে ৷ আটককৃতরা হলো মোঃ রফিকুল হাওলাদার , মোঃ সাইদ মোল্লা, রহিম মৃধা ৷ আটককৃতদের বাড়ি রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকায় ৷
রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে ৷ আটককৃতদের বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে ৷