ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মাহালিপাড়া গ্রামে ডোবার পানিতে পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা খালিফপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় মাহালীপাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম এর বাড়ীর দক্ষিণ পার্শে স্বপ্নপুরী থেকে কচুয়া বাজার গামী পাকা রাস্তা সংলগ্ন পশ্চিম পার্শে ডোবার পানিতে পাড়ে মনিরুল ইসলাম (৪৫) মারা যায়। তিনি ভাইলকা দাখিল মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন,সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ বুধবার সকালে সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে ময়না তদন্তের জন্য এম এ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উত্তরবঙ্গের সংবাদকে জানান।
Leave a Reply