আবুল কাশেম, নড়াইল জেলা প্রতিনিধিঃ-
তিন দিনেও অপহৃত ইসমিতা উদ্ধার না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন মেয়েটির বাবা সেলিম মোল্লা।
সেলিম মোল্লা বলেন, প্রতিদিনের মতো গত ১৩ জুন সকালে আমার মেয়ে ইসমিতা খাতুন (১৮) স্কুলে যায়। সে গাবতলা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন স্কুল শেষ করে বাসায় ফিরলেও এদিন স্কুল শেষে বাসায় ফিরেনি।
তিনি বলেন, অনেক সময় অপেক্ষা করার পরেও মেয়ে বাসায় ফিরে না আসায় স্কুলের সামনে যাই। সেখানে গিয়ে জানতে পারি তামিম (২৫) পিতা মাহাফুজ মোল্লার ছেলে আমার মেয়েকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় ১৩ জুন নড়াইল থানায় লিখিত অভিযোগ করি। কিন্তু ২দিন পেরিয়ে গেলেও আমার মেয়ের কোনো সন্ধান পায়নি পুলিশ।
পুলিশ আমার মেয়ে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি বা উদ্ধার করতে পারেনি জানিয়ে তিনি বলেন,
অপহৃত স্কুল ছাত্রীর বাবা বলেন, তামিম মোল্লা নামের পেড়লী গ্রামের ছেলে বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। মেয়ে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিল। তামিমের ভয়ে তিন মাস আগে যশোর করিমপুরের আক্তার মোল্লার ছেলে সুজনের সাথে বিয়ে করিয়ে দিই। তখন থেকে আমাকে তামিম নানান ভাবে হুমকী ধামকী দিয়ে আসছিলো, এবং অনেক সময় আমার মেয়েকে অপহরণ করার হুমকি ও দিয়ে আসছিলো। কিন্তু মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি বলে ওর হুমকি আমলে আনেনি।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানতে পারি, তামিম একটি মাইক্রোবাসে করে আমার মেয়েকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে।
এরপর, তামিমের মোবাইল নম্বর সংগ্রহ করে তার মোবাইলে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তামিমের যে বাসায় ভাড়া থাকে, এ ঘটনার পর তামিম তার বাসায় ফেরেনি বলে জানান তিনি।
মেয়েটির বাবা সেলিম বলেন, আমি আমার মেয়েকে উদ্ধারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করছি। এছাড়া এই অপহরণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এবিষয়ে তামিমের বাবা মাফুজের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কথা বলেনি।