মোঃ রবিউল ইসলাম রাকিব
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিভিন্ন প্রতিষ্ঠানের পুরষ্কার ও চেক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুর নাহার ।
মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বৃক্ষরোপণ , জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অম্বেষণ পুরস্কার বিতরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনূর্ধ্ব (১৭) পুরস্কার বিতরণ, উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ, সর্বশেষ উপজেলা সমাজসেবা কার্যালয় রামপাল বাগেরহাটে ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পে বরাদ্দকৃত ৩০ প্রশিক্ষণার্থীর মধ্যে এককালীন আর্থিক অনুদান হিসাবে ১৮০০০ হাজার টাকা বিতরণ করেন ।
ইউএনও মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দীপু, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মোল্লা আব্দুর রউফ, প্রাণী সম্পদ কর্মকর্তা জাহিদুল রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, নির্বাহী প্রকৌশলী গোলজার হোসেন,পিআইও মতিউর রহমান, সমাজসেবা অফিস শাহিনুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ।