মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী কালিকাপুরের পশ্চিম দিকে নন্দকানাই গ্রামে
বিয়ের ১ মাস ১১ দিনের মধ্যে গলায় ওরনা পেঁচিয়ে আত্নহত্যা
করেছে।
পটুয়াখালী সদর চৌরাস্তা সংলগ্ন পায়রা রোড,নন্দকানাই
গ্রামে এ ঘটনা ঘটে, পুলিশ
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূর মৃত মনজ
জয়দারের মেয়ে মির্জাগঞ্জ উপজেলার।
ঘটকার আন্দুয়া গ্রামের স্বামী
পদ্মা ব্যাংক এ চাকুরি করে সুজন ব্যাপারীর স্ত্রী ।
Leave a Reply