মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের তিন বারের বর্তমান ইউপি সদস্য মোঃ হানিফ গাজী মেম্বর বয়স (৬০),
তিনি আমখোলা থেকে পটুয়াখালীর উদ্দেশ্য আনুমানিক সকাল ১০,৩০মিঃ
সময় মোটর সাইকেল যোগে রওনা দিলে,
বশাক বাজারের চেক পোস্ট এর একটু উত্তরে গাড়ি চালিয়ে যাচ্ছে হটাৎ করে গাড়ির সামনে একটি বাচ্চা রোড পার হইতে গেলে, ড্রাইভার মোঃ শামীম বয়স (২৫), তাকে বাচাঁনোর জন্য তার মোটরসাইকেল এর ব্রেক হঠাৎ শক্ত করে চেপে ধরার পর মূহুর্তের মধ্যে ড্রাইভারের পিছনে বসে থাকা মোঃ হানিফ গাজী, পিতা আবদুর রওন গাজী, ড্রাইভারের মাথার উপর উপর দিয়ে ছিটকে গাড়ির সামনে রাস্তার মধ্যে পড়ে যায়।
এতে তার মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে, মাথা ফেঁটে প্রায় দু’ ভাগ হয়ে যায় ও প্রচুর পরিমানে রক্ত ক্ষরন হয়ে সে সেখানেই মৃত্যু বরন করেন বলে জানান।
এর পরে তাকে পটুয়াখালী সদর
মেডিকেলে নিয়ে আসলে ওখানের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত্যু বলে নিশ্চিত করেন। ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
পরে তার সাথে থাকা ড্রাইভার মোঃ শামীম ও গুরুতর আহত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, পরে তার ও অবস্থা খুব আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ খবর শুনে তার ইউনিয়ন পরিষদের শত শত মানুষ ছুটে এসে মেডিকেলের সামনে ভিড় জমায়, এবং তার আত্নীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন,
এ মর্মান্তিক দূর ঘটনায় পুরো ইউনিয়নের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্হানীয়রা জানান, সে খুব ভাল মনের মানুষ ছিলেন এবং সে তিন বারের মতো বর্তমান ইউপি সদস্য তার আচার আচারনে ও ব্যাবহারে পুরো ইউনিয়ন বাসি সন্তুষ্ট বলে জানান।
তাই এ মর্মান্তিক দূর ঘটনার জন্য সবার কাছে তার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন অএ ইউনিয়ন বাসীরা।
Leave a Reply