নড়াইল প্রতিনিধিঃ- নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন আগামি ১৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কে ঘিরে সকাল – বিকাল উৎসবের আমেজ শুরু হয়েছে। চায়ের দোকান গুলোতে বসেছে আলোচনা সমালোচনা । ইউনিয়ন পরিষদের নির্বাচনের মত উৎসব শুরু হয়েছে। ২ টি প্যানেলের সর্মথকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া ও কুশল বিনিময় করছে৷ তবে লক্ষ্য করা গেছে আফরা গ্রামের কৃতি সন্তান আলম বেগের প্যানেল প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। সর্বদা আলমের প্যানেলের বিজয়ের কথা আলোচনা হচ্ছে। আসলাম মোল্যা বলেন, ব্যাপক ভোটের ব্যাবধানে আমাদের প্যানেলের লোক মামুন খান ও হুমায়ুন খান জয় লাভ করবে। আসলাম মোল্যা আরো বলেন ভোটের মাঠে কাজ করছি ভোটারদের নিকট ভোট চাচ্ছি । সকলে ভালো সাড়া দিচ্ছে। আশা করি প্যানেলের সকলে বিজয়ী হব
Leave a Reply