এ,কে সজল, যশোর সদর উপজেলা প্রতিনিধিঃ-
যশোরে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে হাঁস তাড়িয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। গতকাল রোববার ১২ জুন উপজেলার ভবানিপুর গ্রামে ঘটে এমন নিকৃষ্ট ঘটনা।
অসুস্থ অবস্থায় কিশোরীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করেছেন স্বজনরা।
ধর্ষক মো. মাহিম (২৭)। ঘটনার পর থেকে তিনি পলাতক।
ধর্ষণের শিকার কিশোরী বলেন, গতকাল বিকেলে নিজ বাড়ির পেছনে একটি পুলের কাছ থেকে হাঁস তাড়িয়ে বাড়ির দিকে ফিরছিল। এমন সময় একই গ্রামের পান্নার ছেলে মাহিম তার মুখ চেপে ধরে তাকে পাশের পাটক্ষেতে নিয়ে যায় এবং জোরপূর্বক কোমল পানীয়র বোতলে থাকা কিছু একটা খাইয়ে দেন তখন সে অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায় মাহিম।
জ্ঞান ফিরার পর বাড়িতে ফিরে সে তার মাকে ঘটনাটি খুলে বলে
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা (আরএমও) আব্দুস সামাদ জানান মেয়েটিকে সেক্সুয়াল অ্যাসাল্ট হিসেবে ভর্তি করে গাইনি ওয়ার্ডে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে সেটার প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলতে পারবেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল ভুক্তভোগীকে মামলা করতে বলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply