মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে অনামিকা তালুকদার(৩২), নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে হিরোইন ও ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অনামিকা পৌরসভা ৩নং ওয়ার্ড
নবাব পাড়ার বাসিন্দা আবদুল হক তালুকদার হীরার স্ত্রী এবং
দেলোয়ার হাওলাদারের মেয়ে।
শনিবার(১১) ই জুন – ২০২২ইং
তারিখ দুপুর আনুমানিক ৩.৩০
মিনিটের সময় অনামিকা তালুকদারের নিজ বাস ভবনে অভিযান পরিচালনা করে অবৈধ মাধক সহ গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের সুএে,এসআই ( নিঃ) সজল কান্তি রায়,এসআই ( নি) এম, নজরুল ইসলাম,এসআই ( নিঃ) সম্বিত রায় এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ পটুয়াখালী থানা এলাকায় মাধক উদ্ধার ডিউটিতে নিয়োজিত থাকা কালীন গোপন সংবাদের ভিওিতে অনামিকা তালুকদারের বাসায় অভিযান পরিচালনা করে ছোট সাদা পলিব্যাগে ভর্তি ৩৪ পুরিয়া হিরোইন যাহার ওজন ৫,৭৫ গ্রাম, কথিত অবৈধ বাজার মূল্য অনুমান ৫০,০০০/- টাকা, (২)৫০( পঞ্চাশ পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটির ওজন ০,১গ্রাম করিয়া মোট ওজন ০৫
গ্রাম, যাহার কথিত অবৈধ বাজার মূল্য অনুমান ১৫,০০০/-টাকা, এছাড়া ও মাধক বিক্রির ১০০০ টাকার নোট ০৫টি,৫০০টাকার নোট ১০৮টি,২০০টাকার নোট ২৫টি,১০০টাকার নোট ৪১৯টি,৫০টাকার নোট ৫৮টি,২০ টাকার নোট ৪০টি,১০টাকার নোট ৫০টি,৫টাকার নোট ০৩টি,০২টাকার নোট০১টি,সহ সর্ব মোট ১,১১,১১৭/-( এক লক্ষ এগার হাজার একশত সতের) টাকা ও লাল রংয়ের একটি পরিহিত স্যালোয়ার,৫) একটি ঘিয়ে রংয়ের ও একটি কফি রংয়ের মোট ০২টি মেয়েদের পার্স, তিনটি এনড্রয়েট মোবাইল যাহার একটি oppo,০১টিvivo,০১টিxiAmi সেট ও একটি itel মোবাইল যাহার মধ্যে সীম নং ০১৭৪৬৩৬৪৯১৯,এবং ১০০৬২৯৭২৫১ নাম্বার এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাধক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ উল্লেখিত বিষয়ের ধারা অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply