মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১২ জুন রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ৫০ বিজিবির পরিচালক লে. কর্নেল জাহিদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অ: দা:) ড. লুৎফর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি , সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় ঠাকুরগাঁও জেলার আইন শৃংখলার উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply