তুমিও ভালো থেকো বিশাল আকাশ
শেখ আলী আকবার সম্রাট।
বুকের ভেতর টা খামচিয়ে ধরছে
অদ্ভুৎ এক ভয়।
আমি আতঙ্কিত কপালের লেখন
যেন স্থীর হলো পাঠশালা।
আমি ভুলে থাকার অভিনয়ে
সফল অভিনেতা যথার্থ।
আর; তুমিও বিশাল ঝঞ্ঝা থেকে
পেলে রেহায় ।
এখন আমি কেবল; নীরব দর্শক।
তুমি ভালো থেকো সব সময়।
আমি হয়তো বেপরোয়া হয়ে ভয় দিয়েছি
হয়তো গরীব, পাগলের প্রলেপ দেখেছো।
যেদিন বুঝবে? সেদিন আমাকে খুঁজে দেখো
আমি কারোর নয় ; তখনো তোমার কাব্যে রবো।
ক্ষমা করে দিয়ো ; আমার অসহায়ত্ব সময়
নিরবতার আঁধার….
আমি দীর্ঘ প্রতীক্ষার নির্মম আঘাত সহ্য করে
হেরেছি খুব; অসামান্য কে ভেবেছি সামান্য।
ভালো একতরফা থেকে বিশাল হার
তুমি জয়ী হলে অঢেল সময়।
নিকোটিনের ধোঁয়ায় আচ্ছন্ন হৃদয়
ঘুমের ঔষধু ক্লান্ত দেহ।
মদের বোতল বেকার আপন
আত্মহত্যা সেতো নির্লজ্জের পরিচয়।
আমি সময়কে বাঁধতে পারিনি
তোমাতে তৈরী করেছি ঠিক।
আজও এক সৎ; নির্বিক সমাজ
কেবল সময় গুলো ভেসে ওঠে রোজ।
চোখ দুটো ব্যাথা হয় লাল সূরূয
ভেতর জুড়ে আর্তনাদ করে চিৎকার ।
জ্ঞানের প্রতীক নিভে যাওয়া প্রদীপ সমান
আমি ভালো থাকবো তোমার খেয়াল…
তুমিও ভেলো থেকো বিশাল আকাশ………
সম্রাট
কাব্য