মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (০৯/০৬/২০২২ ইং) তারিখ দুপুর ১১ টার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আগামী ১৫’ই জুন আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২২ উপলক্ষে পটুয়াখালী সদর, দশমিনা ও কলাপাড়া উপজেলার সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরনবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন (জেলা প্রশাসক) পটুয়াখালীর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে আচরনবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন এস,এম আক্তারুজ্জামান -উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ। জামিল হাসান, উপমহাপুলিশ পরিদর্শক, বিপিএম (সেবা) পিপিএম, অধিনায়ক, র্যাব-৮,বরিশাল। মোহাম্মদ শহীদুল্লাহ্ (পিপিএম), পুলিশ সুপার,পটুয়াখালী। মোঃ আলাউদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল অঞ্চল,বরিশাল।মোঃ আবু সোলায়মান, জেলা কমান্ডেন্ট, বাংলাদেশ আনছার ও গ্রাম পুলিশ প্রতিরক্ষা বাহিনী, পটুয়াখালী।
এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র জেলা নির্বাচন অফিসার খাঁন আবু শাহানুর খাঁন, পটুয়াখালী।
এসময় চেয়ারম্যান, সাধারন আসন ও সংরক্ষিত আসনের বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের অভিযোগ ও ইভিএম সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হয় এবং একটি অবাদ সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে প্রশাসনের।আগামী ১৫’ই জুন আস্তার সহিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সচ্ছ নির্বাচন হবে বলে জানান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আমিন উল হাসান, বরিশাল বিভাগ। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উক্ত নির্বাচনী সকল এলাকায় সর্বমোট -৪২৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন, এরমধ্যে চেয়ারম্যান পদে- ৩৭, ইউপি সদস্য পদে- ২৯১ এবং সংরক্ষিত আসনে – ১০১ জন মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে অংশ নিয়েছেন এর মধ্যে – ১০৪ জন বিজয়ী হবেন।