মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে ৫২ কেজি গাঁজাসহ নীলা বেগম এবং সোনালী বেগম নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল(৬ জুন) সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার তেলকুপি এলাকা থেকে তাদের আটক করে নলডাঙ্গা থানা পুলিশ। নীলা বেগম সদর উপজেলার তেলকুপি গ্রামের আমির আলীর মেয়ে এবং সোনালি বেগম একই এলাকার সুমন প্রামাণিকের মেয়ে ও সাগর মোল্লার স্ত্রী।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লালমনিরহাট থেকে একটি মিনি ট্রাকে করে এই গাঁজা নিয়ে আসছিল সদর উপজেলার তেলকুপি গ্রামের সাগর মোল্লা। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ নলডাঙ্গা উপজেলার কালীগঞ্জ বাজার থেকে ট্রাকটিকে ধাওয়া করে। পরে গাঁজাসহ মিনি ট্রাক নিয়ে সাগর মোল্লা তার তেলকুপি বাড়িতে আসে সেখানে দুই বস্তায় ৫২ কেজি গাঁজা তার বাড়ির মধ্যে রেখে সে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে সেই বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে এবং সাগর মোল্লার স্ত্রী সোনালী বেগম ও তার চাচী নীলা বেগমকে আটক করে।
এছাড়া পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকটি আটক করে নলডাঙ্গা থানায় নিয়ে যায়। পলাতক সাগর তেলকুপি এলাকার মৃত মিন্টু মোল্লার ছেলে।
অসংখ্য ধন্যবাদ জানাই নলডাঙ্গা থানার ওসি মহোদয় সহ সকল পুলিশ সদস্যদের💐