নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামের মহসিন কলেজ থেকে সদ্য অর্থনীতিতে অনার্স শেষ করে চাকরি শুরু করেছিলেন মমিনুল। পরিবারের অভাব দূর করতে এক বছর চাকরি করে মাস্টার্স শেষ করার ইচ্ছে ছিল তার। কিন্তু সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডে তার সেই স্বপ্ন ভস্মীভূত হয়ে গিয়েছে। আশার প্রদীপ হারিয়ে বোবা হয়ে গিয়েছেন বাবা ফরিদুল ইসলাম। অন্যান্য স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠলেও, উনার চোখে ছিলনা অশ্রু।
ছেলের সঙ্গে শেষ কথোপকথনের বিষয়ে ফরিদুল ইসলাম বলেনঃ “ফোনেই ছেলের আর্তচিৎকার শুনতে পাচ্ছিলাম। সে চিৎকার করে বলছিলঃ বাবা এখানে কিছুক্ষণ পরপরই ব্লাস্ট হচ্ছে। ”
“দ্বিতীয় কলে মমিনুল বলেছিলঃ বাবা আমার একটা পা উড়ে গিয়েছে৷ আমাকে কালেমা পড়ে দেন।”
এটাই বাবার সাথে মমিনুলের শেষ কথোপকথন