ইয়াছিন আরাফাতঃ-
সদ্যপ্রয়াত এক নং প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ -সভাপতি জহিরুল কবির মন্টু বিশ্বাস ও ৫নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউ-পি সদস্য সৈয়দ শওকত আলীর স্বরণে
শোক সভা ও দোয়া অনুষ্ঠিত।
গতকাল শুক্রবার বিকালে প্রেমবাগ স্কুল মাঠ প্রাঙ্গণে এই শোক সভার আয়োজন করা হয়।
শোক সভায় জাহাতাপ গাজীর সভাপতিত্বে আলোচনা রাখেন,
প্রধান আলোচক, আলহাজ্ব এনামুল হক বাবুল, (সভাপতি অভয়নগর উপজেলা আওয়ামী লীগ)।
বিশেষ আলোচক, সরদার ওলিয়ার রহমান( সাধারণ সম্পাদক অভয়নগর উপজেলা আওয়ামী লীগ)
বিশেষ আলোচক, পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর ( চেয়ারম্যান অভয়নগর উপজেলা পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি অভয়নগর উপজেলা আওয়ামী লীগ)। বিশেষ আলোচক, সুশান্ত কুমার দাস শান্ত (মেয়র নওয়াপাড়া পৌরসভা ও যুগ্ম সম্পাদক অভয়নগর উপজেলা আওয়ামী লীগ,
বিশেষ আলোচক রবিন অধিকারী ব্যচা, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ,নওয়াপাড়া রাজঘাট শিল্প অঞ্চল।
এ ছাড়াও বক্তব্য রাখেন,১নং প্রেমবাগ ইউপি চেয়ারম্যান, ইমরান হোসেন( ইউপি সদস্য ১নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন,) আরো বক্তব্য রাখেন অ্যাডঃ সৈয়দ কবির হোসেন জনি( যশোর জেলা যুবলীগ)
উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন,।