মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৪ জুন) সাড়ে ৪ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে এসে দলীয় কার্যালয় শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু’র সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির,উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু জিহাদ(আনিস) প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনা যখন সকল বাঁধা পেরিয়ে এ দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন স্বাধীনতাবিরোধী চক্র। তাদের এ ধরনের অপচেষ্টা কখনই সফল হতে দেবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা।
Leave a Reply