স্টাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগরে সাংবাদিক ওয়াহিদুজ্জামান মোহাম্মাদ’র মৃত্যুবাষির্কীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি দৈনিক সংবাদের সাবেক উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন । আজ এদিনেই তিনি মৃত্যুবরণ করেন । তাঁর পঞ্চম মৃত্যুবাষির্কী উপলক্ষে শুক্রবার অভয়নগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক ওয়াহিদুজ্জামান মোহাম্মাদের নওয়াপাড়া পাঁচ কবর এলাকায় নিজ বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় অভয়নগর প্রেসক্লাব ও প্রেসক্লাব নওয়াপাড়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।
২০১৭ সালের এই দিনে(০৪/০৬/১৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি নওয়াপাড়া প্রেসক্লাবের সহসভাপতি, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য এবং নওয়াপাড়া ইনস্টিটিউটের আজীবন সদস্য ছিলেন।