ফুলতলা প্রতিনিধিঃ
খুলনার ফুলতলায় হাজী মার্কেট’র ভাড়াটিয়া শেখ কফি হাউজের মালিক মিন্টুর দোকানে সকাল থেকে রাত অবধি চলছে জম-জমাট আড্ডা।
টিন এজার বসে আড্ডা দিতে দেখা যায় হর হামেসা বেশিরভাগ স্কুল পড়ুয়া উঠতি বয়সের তরুণ যুবকেরা ইউনিফর্ম পড়া অবস্থায় আড্ডার কেন্দ্রস্থল হিসাবে বেছে নিয়েছে এই চায়ের দোকানটি।
যেখানে কি’না প্রকাশ্যে সিগারেট খাওয়া সহ চলছে নানা উশৃংখল কর্মকাণ্ড।এছাড়াও হাইকোর্টের নিষিদ্ধ পাপজি ফ্রিফায়ারের খেলার জুয়ার আসর।
কেউ বা আবার লুডু খেলছে জুয়ার মতন টাকা বাজি রেখে। পুরো ফুলতলা বাজার ঘুরে সরেজমিনে দেখা যায় যুবকদের আড্ডার আতুরঘর হিসাবে রুপ নিয়েছে শেখ কফি হাউজ। প্রতিদিন সকাল থেকে রাত অবধি মিন্টুর দোকানের সামনে গলিতে থাকে বিভিন্ন প্রকারের বাইকসহ বহিরাগত লোকজনের আনাগনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এই চা বিক্রেতা মিন্টুর দোকানে কিছু স্থানীয় লোকের আনাগনা যার ফলশ্রুতিতে কোন কিছুর তোয়াক্কা করে না এই চা বিক্রেতা মিন্টু।
তাই সচেতন মহলের দাবী অচিরেই মিন্টুর চায়ের দোকানের জুয়ার সংগঠিত আড্ডা বন্ধ করতে উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
সচেতন মহলের দাবী, না হলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনাসহ হতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
এছাড়া আরো উল্লেখ থাকে যে, গত ৩১ মার্চ দুপুরে খুলনার ফুলতলায় প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র সৈয়দ আলিফ রোহানকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিশোর গ্যাং নামের এই অপরাধী চক্র। নানা অপরাধের পাশাপাশি তুচ্ছ ঘটনায় খুন করতেও দ্বিধাবোধ করছে না এই বেপরোয়া গোষ্ঠী।
অপরাধ জগতে এখন ভয়ঙ্কর আতঙ্কের নাম কিশোর গ্যাং। ছোট ছোট অপরাধ থেকে শুরু করে হত্যাকান্ড ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকাসক্তি, মাদক, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছে এই গ্যাং। এরকম হাজারো কিশোর গ্যাং তৈরি হয় চায়ের দোকানগুলোর এসকল আড্ডাবাজী থেকে।