1. admin@gangchiltv.com : admin :
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ৩টি কলেজের কোন শিক্ষার্থী পাশ করেনি  পটুয়াখালীতে নৌকার এমপি প্রার্থী এড,আফজাল হোসেনের সমর্থনে বিশাল শো- ডাউন পিরোজপুর-১ আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঠা কুরগাঁওয়ে ৩টি আসনেই জাতীয় পার্টির প্রার্থী  দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে উৎসাহ প্রদান করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে প্রকল্প সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়  পটুয়াখালীতে বেপরোয়া মৎস্য ব্যবসায়ী সিন্ডিকেট, বিপুল পরিমান ঝাটকা জব্দ।  রামপালে এগিয়ে মাদ্রসাঃ ফয়লাহাট একে আলিম মাদ্রাসা সেরা ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের ১৬ তম বৃত্তি পরীক্ষা  সম্পন্ন  পহেলা ডিসেম্বর নিস’চা ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত।

৬ মাস ক্লাসে আসার পর ৫৮ ছাত্রী জানলো তাদের ভর্তিই নেই।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০১ বার পঠিত

 

অর্ণব আহসান শামিম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে ছয় মাস ধরে ক্লাস করে আসা ৫৮ ছাত্রী সম্প্রতি জানতে পেরেছে তাদের ভর্তিই করা হয়নি।
অথচ তারা ভর্তি ফি ব্যাংকে জমা দিয়েছে; ক্লাসে হাজিরা দিয়েছে।

বুধবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা ওই বিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দাবি করেন।

পরে সেখানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক মো. শহীদুল ইসলাম খান।

তিনি বলেন, ৫৮ শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে আসছিল। হঠাৎ করে তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে স্কুলে যেতে দেওয়া হয় না। অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে বাধা দেয় কর্তৃপক্ষ। বছরের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা অন্য স্কুলে ভর্তি হতে পারবে না। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে।

এসব শিক্ষার্থী যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এই শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ শ্রেণির ১৩ জন, সপ্তম শ্রেণির ১৮জন, অষ্টম শ্রেণির ১৬ জন ও নবম শ্রেণির রয়েছে ১১ জন।

অভিভাবক হাবিবুর রহমান ও আরিফা পারভীন বলেন, গত ৫ এপ্রিল অধ্যক্ষ হুমায়রা আক্তার আকস্মিকভাবে বদলি হয়ে যান। তিনি ৫৮ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন করেন। তিনি চলে যাওয়ার পর শাহানাজ রেজা এ্যানি নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দেন। এরপর ওই ৫৮ শিক্ষার্থীকে অতিরিক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বর্তমান অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানির সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এমনকি এসএমএস পাঠালেও তিনি তার জবাব দেননি।

সাবেক অধ্যক্ষ হুমায়রা আক্তার বলেন, যে ৫৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে, এটা দুঃখজনক।

“আমি ব্যাংকে চিঠি দিয়ে ভর্তির টাকা নিতে নিষেধ করি। কিন্তু স্কুলের কিছু শিক্ষক ও কর্মচারীর যোগসাজশে একাজটি হয়েছে। আমি এ বিষয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করেছিলাম। কিন্তু বদলিজনিত কারণে এটি আর আগায়নি। বরং আমার বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে, যা সঠিক নয়। আমি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার।”

গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা ওই ছাত্রীরা ‘অবৈধভাবে ক্লাস করছিল’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “যে ৫৮ শিক্ষার্থীর ভর্তি বাতিলের কথা বলা হচ্ছে তারা এ স্কুলের শিক্ষার্থীই না। স্কুলে তাদের কোনো কাগজপত্র জমা নাই। হাজিরা খাতায় তাদের নাম নাই। তারা অবৈধভাবে স্কুলটিতে ক্লাস করছিল। এ ব্যাপারটি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।”

তবে অভিভাবকরা দাবি করেছেন, তারা সব কাগজপত্র সময়মতই জমা দেন। আর ছাত্রীরা ক্লাসে নিয়মিত হাজিরা দিয়েছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ২:৩৬)
  • ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  গাঙচিল টিভি
Theme Customized By Shakil IT Park