মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্লোগানে মঙ্গলবার(৩১ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নলডাঙ্গা উপজেলা চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়। এর পরপরই উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা খাতুন সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আগামী ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রত্যয় বাংলাদেশ থেকে তামাকমুক্তকরণে সকলকে একসাথে কাজ করার আহবান জানান