ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
(৩১মে) মঙ্গলবার সকল ১১ঘটিকায় নবাবগঞ্জ উপজেলা শওগুনখোলা মোড় হতে অনুমান ৫০ গজ পূর্বে নবাবগঞ্জ টু বিরামপুরগামী পাঁকা রাস্তার উপর লিমন হোসেন (২৪), নামক একজন ব্যক্তির সড়ক দুর্ঘটনায় নিহত হয়। নিহত লিমন হোসেন (২৪), উত্তর কাজীপাড়া গ্রামের মৃত বকুল হোসেন এর ছেলে স্থানীয়ভাবে তদন্তকালে জানা যায় যে, উক্ত ব্যক্তি নবাবগঞ্জ হতে একটি মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে বিরামপুরের দিকে যাওয়ার পথে শওগুনখোলা মোড় হতে অনুমান ৫০ গজ পূর্বে নবাবগঞ্জ টু বিরামপুরগামী পাঁকা রাস্তার উপর গরুর সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে বিরামপুরের দিক হতে দ্রুত গতিতে আসা ট্রলি ভিকটিমকে চাপা দেয়। স্থানীয় লোকজন ভিকটিমকে মূমূর্ষ অবস্থায় বিরামপুরে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ট্রলির চালক ট্রলি রেখে পালিয়ে যায়। ঘাতক ট্রলি টি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে গাঙচিল টিভিকে জানান নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
Leave a Reply