মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন সচিব আরিফুল ইসলামের সঞ্চালনায় উক্ত বাজেট ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাহান আলী’র সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (নাটোর-নলডাঙ্গা)-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামোকে গুরুত্ব দিয়ে ২২-২৩ অর্থ বছরে সর্বমোট রাজস্ব আয় ৫৮,৯২,৫০০টাকা এবং সর্বমোট রাজস্ব ব্যয় ৫৮,১৫,৬০০ টাকা ও উদ্বৃত্ত ৭৬,৯০০ টাকা ধরে খসড়া বাজেট ঘোষণা করেন এবং তিনি বলেন উন্নয়ন প্রক্রিয়ায় অগ্রাধিকার নির্ণয়, নীতি প্রণয়ন এবং সম্পদ সংগ্রহ ও বন্টনের ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামত প্রদানের বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উন্নয়নে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষে ওয়ার্ড সভা, প্রাক বাজেট, আলোচনা সভা এবং উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে সবার নিকট আমাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।
উক্ত অনুষ্ঠানে অন্যোর মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর সেলিম মাষ্টার, সাধারণ সম্পাদক মীর লোকমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল, সহ-সভাপতি গাজী সরদার সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী।