আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে এই সভা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউএনডিপির জেলা কো অর্ডিনেটর মোঃ আব্দুর রাজ্জাক ও সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার এবং উপস্থাপনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম।
এছাড়া উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া।
আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউপি সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি ও ছাত্র ছাত্রী এবং স্থানীয় জনগণ।