মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলেচানা সভা, এল,এ ক্ষতিপূরণ চেক বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।২২মে রবিবার জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, স্যাটেলমেন্ট অফিসার আনোয়ারুল ইসলাম, পৌর আকচা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এল,এ ক্ষতিপূরণ চেক বিতরণ শেষে সেরা ভূমি উন্নয়ন কর আদায়কারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন অতিথিরা।