মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর (পানির ট্যাংকি) এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। গত শনিবার সন্ধ্যার পর চোরেরা বাড়ির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, সোনা ও রুপা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ২২মে রবিবার বাড়ির মালিক মোজাম্মেল হক ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, ওই দিন সন্ধ্যায় পৌনে ছয়টায় তার স্ত্রী আসমা আক্তার ২ সন্তানকে নিয়ে বাড়ির পাশ্ববর্তী নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান। সাড়ে ৭ টার দিকে বাসায় এসে দেখতে পান মেইন গেট ও বাড়িতে প্রবেশের গেটের তালা খোলা।পরে ভেতরে প্রবেশের পর দেখতে পান ঘরের ষ্টীলের আলমারি ভেঙ্গে চোরেরা সাড়ে৫ ভরি স্বর্নলংকার ৫ ভরি রৌপ্য ও নগদ ১৪ হাজার টাকা নিয়ে পালিয়েছে। মোবাইলে মোজাম্মেল হককে ঘটনাটি জানালে তিনি বাসায় এসে বিষয়টি পুলিশে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। এ ঘটনায় ওই পরিবারের লোকজন ও পৌরবাসীর মধ্যে উদ্বেগ, উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। মোজাম্মেল হক ওই গ্রামের মৃত আব্দুল বাসেদের ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
Leave a Reply