ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
(১৭মে)রাত্রী অনুমান ১০.৩০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর পৌরসভাধীন ৪নং ওয়ার্ডস্থ বিরামপুর পূর্বপাড়া (গাড়োয়ানপাড়া) এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর (৩২) এর বসতবাড়ি হতে
৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৪ পুড়িয়া মাদক দ্রব্য হেরোইন, যার খোলা অবস্থায় ওজন-০২ গ্রাম ,মাদক বিক্রয়ের নগদ-১০,০৪০/ টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর(৩২), পিতা-মৃত মিরাজ উদ্দিন, সাং-বিরামপুর পূর্বপাড়া (গাড়োয়ানপাড়া), মোঃ মিনাজুল ইসলাম (৪৬), পিতা-মৃত ছামছদ্দিন, সাং-কসবাসাগরপুর, মোঃ মোকলেছুর (৪২), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-মাহমুদপুর মুন্সিপাড়া, সর্ব থানা-বিরামপুর, মোঃ মেহেদী হাসান (৩৩), পিতা-মৃত মকবুল হুদা, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-পশ্চিম রামচন্দ্রপুর, থানা-ফুলবাড়ী, এ/পি ঠিকানা-শ্বশুর-মোঃ শাহনেওয়াজ মন্ডল,পিতা-মৃত উকিল মন্ডল, সাং-হাবিবপুর বাধমৌকা, থানা-বিরামপুর, সর্ব-জেলা-দিনাজপুরদেরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-১৩, ধারাঃ ৩৬ (১) সারণির ১০(ক)/৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;;রুজু করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ শাহীন শেখ ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান চলমান আছে। এজাহার নামীয় গ্রেফতারকৃত ৪ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।
Leave a Reply