মোঃ রবিউল ইসলাম রাকিব
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২২ উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী খেলায় উজলকুড় ইউনিয়ন বনাম মল্লিকের ইউনিয়নের মধ্যকার খেলায় মল্লিকেরবেড় ইউনিয়ন ২-১ গোলে জয়লাভ করে । এর আগে বুধবার দুপুর ৩টায় শীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন । এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়া মিলি, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান সাব্বির তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারন দর্শকবৃন্দ । খেলা পরিচালনা করেন রামপাল কলেজ শরীরচর্চা শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, নাহিদুল হক ও গোলাম আকতার বাচ্চু । অপর দিকে দিনের দ্বিতীয় ম্যাচে গৌরম্ভা ইউনিয়ন ও পেড়িখালী ইউনিয়নের মধ্যকার খেলায় গৌরম্ভা ইউনিয়ন মাঠে উপস্থিত না হওয়ায় পেড়িখালী ইউনিয়নকে জয়ী ঘোষণা করা হয় ।