মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। গত শনিবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষনা করা হয়।
ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্টিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেনের সভাপতিত্বে বিভিন্ন ইউপি সদস্য ও আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় পরিষদের সচিব আবদুলাহ আল ফরহাদ বাজেট উপস্থাপন করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ১২ লাখ ৫০ হাজার টাকা। এতে সরকারি উন্নয়ন খাত এক কোটি ১১ লাখ ৯০ হাজার ৩শ টাকা ধরা হয়েছে।