বিশ্বনবী সঃ এর ৩০০ মোজেজা নামক কিতাবের ৩য় পরিচ্ছদ, মোজেজা ২,… অতঃপর ২য় প্রকোষ্ঠ খুলিয়া উহার ভিডিও থেকে আরও একটি রুমাল বাহির করিলেন, উহাতে হযরত নূহ আঃ এর চিত্র ছিলো। এই বার হযরত ইব্রাহিম আঃ এর চিত্র দেখাইবার পরেই নবীকরিম সাঃ এর চিত্র বাহির করিয়া বলিলেন ইহায় সর্বশেষ প্রকোষ্ঠ। তাহার সম্পর্কে তোমাদিগকে জিজ্ঞাসাবাদের জন্যই এই প্রকোষ্ঠটি আগে খুলিলাম। অতঃপর অন্যন্ন প্রকোষ্ঠ খুলিয়া অপরাপর পয়গম্বরগনের চিত্র দেখালেন। হযরত ঈসা আঃ, হযরত হারুন আঃ, হযরত দাউদ আঃ, হযরত মুসা আঃ, হযরত লুত আঃ এবং হযরত ইসহাক আঃ এর চিত্র দেখালেন। সে বলিলেন এইগুলো দানিয়াল তৈরি করেছিলেন।
মাওলানা আব্দুল জলিল মাজাহেরী এর লেখা “তলোয়ারে নয় উদারতায়” নামক গ্রন্থে লিখেছেন; হাদিয়া কলবীর হাতে হাতে পত্র পাবার পর, কয়সার পত্র বাহকদিগকে নিভৃত কক্ষে ডেকে আনলেন, তাদের সামনে একটা বড় সিন্দুক আনা হইল। উহার ভিতর ছোট ছোট প্রকোষ্ঠ ছিল, কয়সার সিন্দুক খুলে উহার এক কুঠরী থেকে কালো বর্ণের একটা রেশমি রুমাল রের করলেন। তাতে একটি মানুষের ছবি ছিল, কয়সার জিজ্ঞেস করলেন এটা কার ছবি বলতে পারো কি? পত্র বাহকগন বল্লেন আমরা চিনতে পারলাম না, কয়সার বল্লেন এই আদি পিতা আদম আঃ এর ছবি।
বিঃদ্রঃ আগামীকাল এখন থেকে ৪র্থ পর্ব লেখা হবে।
Leave a Reply