আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্টিত হয়েছে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন।
শুক্রবার (১৩ মে) সকাল ৮টা থেকে উপজেলা শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত।
সারাদিন ঝড় তুফান থাকলেও তা উপেক্ষা করেই বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন।
জানা যায়, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১৩৯ জন । আরো জানা যায়, নির্বাচনে মোট ১০টি পদ রয়েছে এবং প্রার্থী রয়েছে মোট ২৮ জন।
নেত্রকোণার জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের নেতা মো. শিবলী সাদিক প্রধান নির্বাচন কমিশন ও মো. তোফাজ্জল হোসেন দীপুকে নির্বাচন কমিশন করে আটজন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য তারা দায়িত্ব পালন করেছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।