মোঃ মনিরুজ্জামান।
পবিত্র কুরআনে একটা সিন্দুকের কথা উল্লেখ করেছে যেটা ইতিহাস থেকে প্রায় বিলুপ্তির পথে, কিন্তু মানবজাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিন্দুক কারণ পবিত্র কুরআনে বলা হয়েছে এই সিন্দুকের ভিতর যে নিদর্শন রয়েছে সেটা মানুষের হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। তবে এটা রহস্যময় সিন্দুকও বটে।
পবিত্র কুরআনে উল্লেখিত আয়াতের অর্থঃ-
তাদেরকে তাদের নবী বললেন, তালুতের বাদশাহীর নিদর্শন এই যে, তোমাদের নিকট তাবুত আসবে, যার মধ্যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি রয়েছে এবং কিছু অবশিষ্ট বস্তু, মুসা ও হারুনের বংশধরদের পরিত্যক্ত, সেটাকে ফেরেশতাগন বহন করে আনবে। নিঃসন্দেহে এর মধ্যে মহান নিদর্শন রয়েছে তোমাদের জন্য যদি ঈমান রাখো ” (সুরা আল বাকারা, আয়াত ২৪৮)
এই সিন্দুকটি বা তাবুতে সাকিনা হযরত আদম (আঃ) এর নিকট আল্লাহ তায়ালা নাজিল করেছিলেন। পরে তা বংশপরম্পরায় বনী-ঈসরাইলদের হাতে এসে পৌছায়। পরবর্তীতে বনী-ঈসরাইলদের সঙ্গে আমালিকা সম্প্রদায়ের একটি যুদ্ধ হয় এবং আমালিকা সম্প্রদায় এদের উপর বিজয় হলে তারা তা ছিনিয়ে নেয়। ঈসরাইলগন এর উসিলায় শত্রুর উপর বিজয় প্রার্থনা করতো। তারা যুদ্ধের মাঠে তা নিজেদের সম্মুখে স্থাপন করতো এবং তা দ্বারা সাকিনা বা চিত্ত প্রশান্তি লাভ করতো।
বিঃদ্রঃ- আগামীকাল ২য় পর্ব প্রকাশিত হবে।