এ এম তুহিন,
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-
এবার জাতীয় ক্রীড়া ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন যশোর সদর ৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্রীড়া ব্যক্তিত্বরা পুরস্কৃত করবেন।
২০১৩-২০ ইংরেজি সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৮৫ জন ক্রীড়া ব্যক্তিত্ব এই পুরস্কার গ্রহণ করবেন।
তবে ২০১৯ সালের জন্য ক্যাটাগরি – সংগঠক (ফুটবল) নির্বাচিত হয়েছেন যশোর সদর ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব কাজী নাবিল আহমেদ – এম.পি।
জাতীয় ক্রীড়া পুরস্কার জন্য মনোনীত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন; “আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমাকে সামনের দিকে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। আমার ক্লাব আবাহনী লিমিটেডের সব কর্মকর্তা ও সমর্থকের প্রতিও কৃতজ্ঞ।
উল্লেখ্য কাজী নাবিল আহমেদ প্রায় দুই যুগ হলো ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত আছেন।
বিগত ২০০০ সালে তিনি আবাহনী লিমিটেডের পরিচালক হয়েছেন এবং ২০০৪ সাল থেকে ঐতিহ্যবাহী ক্লাবটির মূল কমিটিতেও রয়েছেন। তাছাড়া ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জের দায়িত্ব পালন করছেন।
এবং তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সহ-সভাপতির পদে বসেছেন চতুর্থ বারের জন্য। সর্বশেষ তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রথমবারের মতো সহ-সভাপতিও নির্বাচিত হন।
Leave a Reply