ডেক্সঃ-
ঘূর্ণিঝড় আশনি প্রভাব যেতে না যেতেই আবারও ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় করিম।
ভারত মহাসাগরে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বলে অবগত করেছে নাসা।
নাসা জানিয়েছে ভারত মহাসাগরের উত্তর দক্ষিণে একটি জোড়া ঘূর্ণিঝড়ের ছবি নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে বিগত রবিবারেই। ‘আশনির সঙ্গে যে ঘূর্ণিঝড়টির ছবি নাসা প্রকাশ করেছে সেটির নাম দেওয়া হয়েছে “করিম”
ভারতের উপকূলিও অঞ্চল যখন ঘূর্ণিঝড় আশনির প্রবল ঝড়বৃষ্টি মুখে সেই মূহুর্তে নতুন ঘূর্ণিঝড়ের কথা প্রকাশ করে নাসা “আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার আর্থ অবজারভেটরি” তারা বলছে ঘূর্ণিঝড় করিম আশনির থেকেও শক্তিশালী এবং প্রথম শ্রেণির একটি হ্যারিকেন ঝড় হতে পারে এমনটাই ব্যাখ্যা দিয়েছে তারা।
তবে নতুন এই ঘূর্ণিঝড়টি এখনও ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে।
নাসা বলছে ‘আশনি’ ছিলো নিরক্ষরেখার উত্তরে, আর ‘করিম’কে দেখা গিয়েছে নিরক্ষরেখার দক্ষিণে।
ছবি দেখে অনুমান শক্তির দিক থেকে ‘আশনির থেকে বেশি শক্তিশালী এই দ্বিতীয় ঘূর্ণিঝড় করিম। নাসা আরও জানিয়েছে এই ঘূর্ণিঝড়টি ভারত মহাসাগর থেকে ‘আশনি’র অনুবর্তী হয়ে বঙ্গোপসাগরে বা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে না।
Leave a Reply