ডেক্সঃ
লংকান প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজপাকসে পদত্যাগ করার পর থেকে উত্তাল শ্রীলঙ্কা, শ্রীলংকায় সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের জেরে দেশটির ক্ষুব্ধ জনগন মাহিন্দ্রা রাজাপাকসে সহ এবং সরকার দলের কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয়।
মঙ্গলবার বিক্ষোভকারীরা মাহিন্দা রাজাপাকশার সরকারি বাসভবন টেম্পল ট্রিজের মেইন গেট ভাঙার চেষ্টা করে, পরবর্তীতে দেশটির সেনাবাহিনী ভারি অস্ত্র সজ্জিত গাড়ি নিয়ে শদ্যপদত্যগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশাকে সরিয়ে নিয়ে যায়।
অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটিতে বিক্ষোভ শুরু হবার পর প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশা গত সোমবার পদত্যাগ করেন।
এখন পরিবারসহ গা ঢাকা দিয়ে আছেন দেশটির একটি নৌসেনা ঘাঁটিতে। ক্ষুব্ধ জনতা সেই নৌসেনা ঘাঁটির বাইরেও বিক্ষোভ শুরু করে।
দেশটির রাষ্ট্রপতিও পালিয়ে বেরাচ্ছেন তাঁর সন্ধান পায়নি জনগণ।